চিটাগাং কো-অপরেটিভ হাউজিং সোসাইটির অফিসে হামলা-ভাংচুর, মামলা

দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের অফিসে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মোহাম্মদ মামুন-অর-রশীদ নগরীর পাঁচলাইশ থানায় এই মামলা দায়ের করা হয়। মামলায় চুরি, সাধারণ জখম, বল প্রয়োগ করে স্বাক্ষর গ্রহণ এবং হুমকির অভিযোগ আনা হয়।

মামলার আসামিরা হলেন—চট্টগ্রাম মহানগর যুবলীগের কার্যনির্বাহী সদস্য আলী ইকরামুল চৌধুরী, আ ল ম মিছবাহুল মুনির, মো. ইফতেখারুল হক চৌধুরী (জহুর আহমেদ চৌধুরীর নাতি), চৌধুরী সালাউদ্দীন আকবর।

মামলার এজহার ও সূত্র মতে জানা গেছে, শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে একদল দুর্বৃত্ত সোসাইটি অফিসে হামলা চালায়। এ সময় সোসাইটির ব্যবস্থাপকসহ সোসাইটির কর্মচারীদের মারধর করে জোরপূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর নিয়ে ও বিশেষ সাধারণ সভার নোটিশ পত্রিকায় প্রেরণ এবং মোবাইলে মিথ্যা তথ্য সদস্যদের নিকট গ্রুপ এসএমএস প্রেরণ করে এবং সোসাইটির গুরুত্বপূর্ণ নথিসহ নগদ অর্থ লুটপাট করে নিয়ে যায়।

মন্তব্য নেওয়া বন্ধ।