চুনতি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির প্রথম সভা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চুনতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) রাতে চুনতিস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উক্ত সভার আয়োজন করা হয়।

সভায় সমিতির সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. মাহমুদুর রহমান এবং যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট কুতুব উদ্দিনের যৌথ সঞ্চালনায় নবগঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় উপদেষ্টা পরিষদ গঠন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, ছাত্র-কল্যাণমূলক কার্যক্রম, বিতর্ক চর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড, ক্রীড়া বিভাগ এবং শিক্ষা কার্যক্রমসহ নানা বিষয়ে আলোচনা হয়।

এরআগে, গত ৯ জুন চুনতি উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক সাধারণ সভায় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির নতুন কার্যকরী কমিটি গঠিত হয়। এতে সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খানকে সভাপতি, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মাহমুদুর রহমানকে সাধারণ সম্পাদক এবং এরশাদুল হককে সাংগঠনিক সম্পাদক করে ১০৬ সদস্যের কমিটি গঠন করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।