চুয়েটের ডিজাস্টার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রধান হলেন অধ্যাপক ড. হাছান

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ডিজাস্টার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. আবুল হাসান।

চুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়, অত্র বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাসানকে আগামী দুই বছরের জন্য বিভাগের বিভাগীয় প্রধান করা হলো। তিনি উক্ত দায়িত্ব পালনকালীন সময়ে নিয়মানুযায়ী ভাতা ও অন্যান্য বুবিধাদি প্রাপ্য হবেন। তাঁর এই নিয়োগ যোগদান সাপেক্ষে কার্যকর হবে।

ড. হাছান চুয়েটের ০৬ ব্যাচের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স শেষে তিনি স্ট্র্যাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

১৭ জানুয়ারি ২০১২ চুয়েটের ডিজাস্টার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক পদে যোগ দেন তিনি। এরপর জাপানের টোকিয়েতে অবস্থিত ওয়াসেদা বিশ্ববিদ্যালয় (Waseda University) থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।