চুয়েটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্নাতক প্রথম বর্ষের (শিক্ষাবর্ষ-২০২৪-২৫) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) চুয়েট কেন্দ্র এবং ৪টি উপ-কেন্দ্রে (চট্টগ্রাম কলেজ, সরকারী হাজী মোহাম্মদ মহসিন কলেজ, কাজেম আলী স্কুল এন্ড কলেজ ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ) একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের ভর্তি পরীক্ষায় ১১টি সংরক্ষিত আসনসহ চুয়েটের ৯৩১টি আসনের বিপরীতে মোট ২০ হাজার ১২২ জন পরীক্ষার্থী ছিলেন। ভর্তি পরীক্ষাটি “ক” গ্রুপ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) এবং “খ” গ্রুপ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) দুইটি গ্রুপে অনুষ্ঠিত হয়। এর মধ্যে ‘ক’ গ্রুপে মোট ১৮ হাজার ৪৮১ জন এবং ‘খ’ গ্রুপে মোট ১ হাজার ৬৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

এবার ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত এবং ‘খ’ গ্রুপের (মুক্তহস্ত অঙ্কন) পরীক্ষা দ্বিতীয় পর্বে দুপুর ১২:৪৫ টা থেকে ১:৪৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

এদিকে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয় সকাল ১১ টায় চুয়েট কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন। এ সময় ভর্তি কমিটির সভাপতি চুয়েট পুর ও পরবিশে কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের পাঠ্যসূচি অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি বিষয়ের ওপর ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে ‘খ’ গ্রুপের পরীক্ষার্থীদের ৫০০ নম্বরের লিখিত পরীক্ষার পাশাপাশি অংশগ্রহণ করতে হবে ২০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষায়।প্রসঙ্গত, এবার প্রকৌশল গুচ্ছ থেকে বেরিয়ে এককভাবে ভর্তি পরীক্ষা নিয়েছে চুয়েট কর্তৃপক্ষ।

মন্তব্য নেওয়া বন্ধ।