চোরাই স্বর্ণ বিক্রি করে নোহা মাইক্রোর গাড়ির মালিক বনে যাওয়া চোর নুরুল হক বাবুকে (৩০) গ্রেপ্তার করেছে সিএমপির চান্দগাঁও থানা পুলিশ।
সোমবার (৪ মার্চ) ওসি চান্দগাঁও বিষয়টি জাহেদুল কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত ২০ ফেব্রুয়ারি রাত ১২টা হতে ভোর ৬ টার মধ্যেবর্তী সময়ে অজ্ঞাতনামা চোর/চোরেরা চান্দগাঁও আবাসিক, বি-ব্লক, রোড নং-১, শাখাওয়াত ভিলা, বাসা নং-৪৯১, ৫ম তলার বাসার জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। এ সময় তারা নগদ ২২ লাখ টাকা, ১৯ ভরি স্বর্ণালংকার ও ১টি আইফোন ১৪ প্রো ম্যাক্স মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বাসার মালিক মীর মোহাম্মদ সম্রাট বাবর হোছাইন থানায় মামলা করেন।
পুলিশ তাকে ২৭ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে রিমান্ড চায়। আদালত রিমান্ড শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২ মার্চ পুলিশ তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং তার দেখানো স্থান থেকে মাইক্রো উদ্ধার করে। রিমান্ড শেষে তাকে ৩ মার্চ আবার আদলতের মাধ্যমে কারাগারে পাঠায়।
ওসি জাহেদুল কবির বলেন, রিমান্ড শেষে আসামি নুরুল হক বাবু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
তার বিরুদ্ধে চান্দগাঁও থানাসহ মহানগরীর বিভিন্ন থানায় একাধিক সিধেল চুরির মামলা রয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।