চুরি করতে গিয়ে গণপিটুনিতে প্রাণ গেলো যুবকের

0

চট্টগ্রামের সাতকানিয়ার চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর রাতে সাতকানিয়া উপজেলার কাহ্চনা ইউনিয়নের মধ্যম কাঞ্চনা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে প্রদীপ দত্তের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের আনুমানিক বয়স ৩৫ বলে জানায় পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশের সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত সুপার শিবলী নোমান বলেন, কাঞ্চনা গ্রামে এক বাড়িতে চুরি করতে গিয়ে গৃহকর্তা প্রদীপ ও তার ছেলে শিমুলকে আঘাত করে পালানোর চেষ্টাকালে চোরটি ধরা পড়ে। এসময় তারা স্থানীয়দের খবর দিলে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এঘটনায় সাতকানিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm