চুয়েটে দিনব্যাপী জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মশালা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ‘জাতীয় শুদ্ধাচার কৌশল এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি: বাংলাদেশ প্রেক্ষিত’ শিরোনামে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বিশেষ অতিথি হিসেবে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম এ কর্মশালা উদ্বোধন করেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং চুয়েটের জাতীয় শুদ্ধাচার কৌশল (এনআইএস) বিভাগের যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে রিসোর্স পারসন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি’র সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের (রেজিস্ট্রার অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন এপিএ কমিটির বিশ্ববিদ্যালয় ফোকাল পয়েন্ট ও সহকারী রেজিস্ট্রার এসএম মোখতারুল মোস্তফা টিপু।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অফিসের শিক্ষক এবং কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম।

মন্তব্য নেওয়া বন্ধ।