চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের অভিযোগে ফটিকছড়ি বিবিরহাট বাজারের আল মক্কা মোবাইল শপ দোকনের মালিক মোঃ মনজুর আলম ইমনকে (৩৫) আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২০টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিষয়টি জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির।
মোঃ মনজুর ইসলাম ইমন (৩৫) ফটিকছড়ি থানার ৭নং পৌর ওয়ার্ডের করম আলী সওদাগরের বাড়ীর ফজল হকের ছেলে।
ফেনী ও রাঙ্গামাটি জেলার বিভিন্ন এলাকায় এসব চোরাই ফোন বিক্রয় করতেন তিনি।
এর আগে গত বুধবার (৬ এপ্রিল) আটক চোর চক্রের চার আসামীর দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে মূল আসামী মনজুর আলম ইমন (৩৫) কে আটক করে পুলিশ।
ওসি জাহেদুল কবির চট্টগ্রাম খবরকে জানান, পূর্বে আটককৃতদের দেয়া তথ্য মতে ফটিকছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে চুরি করা ২০ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনি আরো জানান, চুরি করা মোবাইল সেটের মূল IMEI পরিবর্তন করে ডিভাইস জালিয়াতির মাধ্যমে সেগুলো পুনরায় ব্যবহারের উপযোগী করে বাজারে বিক্রি করছিল সে। চুরির অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য নেওয়া বন্ধ।