চ্যাম্পিয়ন্স ট্রফি লক্ষ্যে রেখে আফগানদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে চলতি বছরের মার্চে। দীর্ঘ বিরতির পর আবার নিজেদের প্রিয় ফরম্যাটে মাঠে নামতে চলেছে টাইগাররা। সংযুক্ত আরব আমিরাতের শারজায় অনুষ্ঠিত হবে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। এ সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ, দুই দলের খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।

আগামী বছরের শুরুতেই অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন এ টুর্নামেন্টের আগে বাংলাদেশ ওয়ানডে খেলবে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আফগান সিরিজের ৩টি ওয়ানডের পর ক্যারিবীয়দের বিপক্ষে ৩টি একদিনের ম্যাচ খেলবে লাল-সবুজের দল।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাই এ ছয় ওয়ানডে ম্যাচকে গুরুত্বের সঙ্গে দেখছেন টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আফগান ও ক্যারিবীয়দের বিপক্ষে খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিবে লাল সবুজের দল। গতকাল সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘(চ্যাম্পিয়ন্স ট্রফির আগে) আমাদের হাতে এখানে তিনটা ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজে তিনটা। ছয়টা ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। ছয়টা ম্যাচই আমরা জেতার জন্য খেলবো। এখান থেকে ওই আত্মবিশ্বাসটা নিয়ে যদি আমরা যেতে পারি, তাহলে চ্যাম্পিয়নস ট্রফির জন্য সহজ হবে। আর কোন কম্বিনেশনে আমরা খেলতে চাই, ওই ধারণাটাও এই ম্যাচগুলো থেকে হয়ে যাবে।’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সাদা পোশাকে পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে। তবে ঐতিহাসিক এই বিজয়ের পর টানা ব্যর্থতার মাঝে টাইগাররা। ভারতের মাটিতে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সাদা পোশাকে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদশ।

তবে টেস্ট ও টি-টোয়েন্টিতে ব্যর্থ হলেও নিজেদের প্রিয় ফরম্যাত ওয়ানডেতে দল ভালো করবে বলেই আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন অধিনায়ক শান্ত। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করছি, এই সংস্করণে আমরা ভালো করবো। অতীতেও আমরা ভালো করেছি। অবশ্যই আফগানিস্তান এই কন্ডিশনে ভালো দল। তবে আমি যেটা মনে করি, আমাদের যে দলটা আছে, আমরা যদি শক্তি অনুযায়ী খেলতে পারি, অবশ্যই তাদের বিপক্ষে ভালো খেলা সম্ভব।’

মন্তব্য নেওয়া বন্ধ।