ছাত্রদল মিছিল করায় চবির মূল ফটকে ছাত্রলীগের তালা, নিজেদের কমিটি বিলুপ্তির দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে আন্দোলন করেছে শাখা ছাত্রলীগের দুই উপগ্রুপের নেতাকর্মীরা। ক্যাম্পাসের অভ্যন্তরে ছাত্রদল আনন্দ মিছিল করায় শাখা ছাত্রলীগের কমিটির বিলুপ্তি চান তারা।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলন করেন শাখা ছাত্রলীগের উপগ্রুপ ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) ও বিজয়ের একাংশের নেতাকর্মী।

এ বিষয়ে আন্দোলনকারী শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, আমরা শাখা ছাত্রলীগের সভাপতিকে আরও আগেই ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছি। এ কমিটি শুরু থেকে নানাভাবে বিতর্কিত। এর মধ্যে ছাত্রদলের লোকজন ক্যাম্পাসে এসে মিছিল করে গেছে অথচ শাখা ছাত্রলীগের শীর্ষ নেতারা এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

এছাড়া এক বছরের জন্য গঠিত কমিটি ইতোমধ্যে চার বছর হয়ে গেছে। এসব কিছু মিলিয়ে আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের কাচগে চবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের দাবি জানাচ্ছি।

শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা মূল ফটকের সামনে অবস্থান করছেন৷ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ এখনও ঘটনাস্থলে উপস্থিত হননি।

মন্তব্য নেওয়া বন্ধ।