ছাত্রলীগ নেতা মামুন হত্যায় ৭ জনের যাবজ্জীবন

চট্টগ্রামের কর্ণফুলীতে ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ সাগর হত্যা মামলায় ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে সবার ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক এই রায় দেন বলে চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের কৌঁসূলি অ্যাডভোকেট আইয়ুব খান।

তিনি বলেন, ২০১৮ সালের সেপ্টেম্বরে ছাত্রলীগ নেতা মামুনকে খুন করা হয়। এই মামলায় পুলিশ সাতজনকে দোষী সাব্যস্ত করে আদালতে চার্জশিট প্রদান করে। আদালতে বিচার কাজ চলাকালে ১৮ জন স্বাক্ষী তাদের সাক্ষ প্রদান করেন।

তিনি আরও বলেন, মামুনকে হত্যা করা বিষয়টি আদালতে প্রমাণিত হওয়ায় মাননীয় আদালত সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। পাশাপাশি সবাইকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন।

একই ঘটনায় আরেকজনকে কুপিয়ে আহত করার ঘটনায় ওমর আলী নামের এক আসামিকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলেও জানান অ্যাডভোকেট আইয়ুব খান।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, শাহমীরপুরের নুরুল আলমের ছেলে মো. আজম, মৃত নুরুচ্ছফার ছেলে মো. ফারুক আশিক, আবু তাহেরের ছেলে আলী আজগর হৃদয়, মকবুল আহমদের ছেলে ওমর উদ্দিন, সৈয়দের ছেলে শওকত হোসেন শাহনুর এবং পারভেজ ও শামসুল আলমের ছেলে আশরাফুল আলম সুমন।

রায় ঘোষণার পর আসামি পক্ষের আইনজীবী ও সাবেক মহানগর পিপি অ্যাডভোকেট আব্দুস ছাত্তার রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।