চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোড থেকে মো. মেহেরাজ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছে থাকা ছিনতাই ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে ৭ নম্বর বাস পার্কিং এর মাঠের দক্ষিণ পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মো. মেহরাজ,বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আগরপুর গ্রামের হাছান চৌধুরী বাড়ির মো. নাছিরের ছেলে।
সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, বিশেষ অভিযান মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে স্টেশন রোড থেকে মো. মেহেরাজকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার দেহ তল্লাশি করে ১টি দেশীয় তৈরী এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মেহেরাজ অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদে জানিয়েছে, জব্দকৃত অস্ত্র দিয়ে নগরের টাইগারপাস, কাঠের বাংলো, পলোগ্রাউন্ড, আটমার্চিং মোড়, বিআরটিসি মোড়, কদমতলী মোড়, বাটালী রোড, ষ্টেশন রোড, সিআরবি ও গোয়ালপাড়াসহ নগরের বিভিন্ন স্থানে ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড করতো।
তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।