চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ছিন্নমূল পাথরিঘোণা দূর্গম পাহাড়ী এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে। র্যাবের অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ জাহাঙ্গীর আলম (৩৯) ও তার সহযোগী ইমনকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর আলম ওই এলাকার মৃত নুরুল আলমের ছেলে। ইমনও একই এলাকার মো. ইউসুফের ছেলে। তারা অস্ত্র তৈরির কারিগর হলেও লোক দেখানোর জন্য কৃষি কাজ করতো। জাহাঙ্গীরের বিরুদ্ধে আগ থেকে ৮টি মামলা ছিল।
বুধবার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন র্যাব-০৭এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল আমরা সীতাকুণ্ড থানার ছিন্নমূলের পাথরিঘোণায় অভিযান চালাই। অভিযানে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে।
তিনি আরও বলেন, সেই কারখানা থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ জাহাঙ্গীর আলম ও তার সহযোগী ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আর কারা সম্পৃক্ত তার খতিয়ে দেখা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে তাপস কর্মকার বলেন, স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্য অনুযায়ী আটককৃত আসামীরা ৭ থেকে ৮ বছর ধরে অস্ত্রী তৈরির সাথে জড়িত। তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের দৃষ্টি এড়াতে মাঝে মাঝে লোক দেখানো কৃষি কাজ করে থাকে।
সিডিএমএস পর্যালোচনা করে আসামি মোঃ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, বিশেষ ক্ষমতা, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য আইনে ৮ টি মামলা পাওয়া গেছে।
গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং জব্দকৃত অস্ত্র তৈরির সরঞ্জামাদি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।