চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর ফাহিমের (১৫) মৃত্যুর ঘটনায় অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) মধ্যরাতে নগরের পাহাড়তলী থানায় নিহত ফাহিমের পিতা জহির হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।
রোববার (১৭ এপ্রিল) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
নিহত ফাহিম নগরের হালিশহর আফজাল ফকির রোডের ধোপা পুকুর পাড় এলাকার বাসিন্দা। সে মনসুরাবাদ গণপূর্ত বিদ্যা নিকেতন থেকে গতবার জেএসসি পরীক্ষা দিয়েছিল।
ফাহিমের পিতা জহির হোসেন বলেন, ওইদিন আমার ছেলেকে কারা খুন করেছে বা এঘটনার সঙ্গে কারা জড়িত তা আমরা দেখিনি। এ কারণে অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করেছি। আমার ছেলেটার সঙ্গে কার এমন শত্রুতা ছিল, এভাবে নৃশংসভাবে খুন করা হলো। আমি ছেলে হত্যার বিচার চাই।
পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, কিশোর ফাহিম খুনের ঘটনায় অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। আমরা জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছি।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (১৫ এপ্রিল) রাত সোয়া ১১টায় পাহাড়তলীর কাঁচা রাস্তার মাথা এলাকায় ফাহিম ও ইমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অজ্ঞাত সন্ত্রাসীরা। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন। এছাড়া ইমনকে চমেকের ২৪নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এমএফ
মন্তব্য নেওয়া বন্ধ।