ছেলেকে ভোট দিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

দীর্ঘ ৫৪ বছর ধরে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শুধু নিজেকেই ভোট দিয়েছেন। এ প্রথম বারের মতো নিজের সন্তান মাহবুব উর রহমান রুহেলকে নৌকা প্রতীকে ভোট দিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সাথে ছিলেন সহধর্মিণী আয়েশা সুলতানা।

রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় উওর ধুম দৌলত বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তারা। এ সময় চট্টগ্রাম-১ মিরসরাই আসনের নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উর রহমান রুহেলও ভোট দিয়েছেন।

এ সময় রুহেল বলেন, এই প্রথম নিজের প্রতীকে ভোট দিয়েছি। যেটি এতদিন আমার বাবার নির্বাচনী প্রতীক ছিল। সুন্দর পরিবেশে সুষ্ঠু নির্বাচনে মানুষ আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে।

এদিকে সকাল ৮টা থেকে ভোট কার্যক্রম শুরু হলেও শীতের কুয়াশাচ্ছন্ন পরিবেশে ধীরে ধীরে কেন্দ্রে আসতে শুরু করছে ভোটাররা।

জানা গেছে, মিরসরাই উপজেলায় সর্বমোট ১০৬ টি ভোটকেন্দ্রের ৭১৭টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। ভোটকেন্দ্র গুলোতে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে থাকবে ২১২ জন। পোলিং এজেন্ট থাকবে ৭১৭ জন।

এই উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৬৬ হাজার ৫২৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৭৪১ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৭ হাজার ৭৮২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। গত নির্বাচন থেকে এই নির্বাচনে ভোটার বেড়েছে ৫১ হাজার ৫০৯ জন।

মন্তব্য নেওয়া বন্ধ।