জনহীন ঘরের তালা কেটে চুরি, গ্রেপ্তার ২

রাত কিংবা দিনের বেলায় নগরীর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ঘরে বাতি এবং তালা দিয়ে শনাক্ত করা হতো সেই ঘরে কোন মানুষ আছে নাকি! তারপর সুযোগ বুঝে লোহার কাটার দিয়ে জানালা বা দরজার তালা কেটে প্রবেশ করতো ঘরে। এরপর ঘরের সব জিনিসপত্র তছনছ করে চুরি করে নিয়ে যেতো স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র।

চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও থানা পুলিশের হাতে আটকের পর এভাবে চুরির বর্ণনা দেন তালা ও তালার লক কেটে চুরির সাথে জড়িত চক্রের ২ সদস্য। বৃহস্পতিবার (১৬ মে) এসব বিষয় জানান চাঁন্দগাও থানার ওসি জাহিদুল কবির।

গ্রেপ্তারকৃতরা হলেন, আব্দুল্লাহ আল হৃদয় রিফাত (২২) ও মো. কামাল হোসাইন মুন্না(২৪)। তাদের বিরুদ্ধে আদালতে চুরি ও মাদকের আরও মামলা রয়েছে।

ওসি জানান, ১৯ মার্চ ভোর থেকে বিকেলের মধ্যে চান্দগাঁও আবাসিক এলাকার শমীর্ষ্ঠা বড়ুয়া নামে এক ব্যক্তির বাসায় মেইন দরজার তালা কেটে স্বর্ণালংকার, নগদ টাকা ও প্রাইজবন্ড চুরি করে নিয়ে যায়। পরে এই ঘটনায় মামলা দায়ের হলে এপ্রিলের ১৯ তারিখ জড়িত আসামী রবিনকে (২৪) গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামির তার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল বুধবার সিআরবি এলাকা থেকে আসামি রিফাত এবং মেহেরাজখান চৌধুরী ঘাটা এলাকা হতে অপর আসামি মুন্নাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, এ সময় মুন্নার কাছ থেকে ১ বরি ওজনের স্বর্ণের ১টি গলিত বার, চোরাইকাজে ব্যবহৃত ১টি লোহার তৈরি কাটার, ১টি প্লাস এবং ৫শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।