জন্মনিবন্ধন সনদ আনতে গিয়ে প্রাণ হারালেন প্রকৌশলী পাপন

চট্টগ্রামে জন্মনিবন্ধন সনদ সংগ্রহে গ্রামে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রকৌশলী পাপন বড়ুয়া (৪০)। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান উপজেলার কমলার দীঘি সংলগ্ন সিএনজি গ্যাসস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাপন বড়ুয়া রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের দেওয়ানপুরের সংঘ বড়ুয়ার ছেলে। তিনি চট্টগ্রাম ভিত্তিক শিল্প গ্রুপ পিএইচপি ফ্যামিলির সিনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সকাল সাড়ে ১১টা দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কমলার দীঘি সংলগ্ন সিএনজি রিফুয়েলিং স্টেশন এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে প্রাণ হারান পাপন বড়ুয়া।

পাপনের স্বজনরা জানান, তিনি তার বাচ্চার জন্মনিবন্ধন সনদ সংগ্রহের জন্য চট্টগ্রাম শহর থেকে রাউজানের নিজের গ্রামে যাচ্ছিলেন।

এক সন্তানের জনক পাপন চট্টগ্রামের স্থানীয় ও জাতীয় বিভিন্ন দৈনিকে নানা বিষয়ে লেখালেখিও করতেন নিয়মিত।

প্রসঙ্গত, চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বিভিন্ন সময় দুর্ঘটনায় অনেক প্রাণহানি ঘটেছে। বিশেষত অনিবন্ধিত সিএনজি অটোরিক্সার আধিক্য দুর্ঘটনার জন্য দায়ি বলে অনেকেই মনে করছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।