চট্টগ্রামের আনোয়ারার বারশত ইউনিয়নের চালিতাতলী এলাকায় জমি দখলের জের ধরে আবদুল মান্নান নামে কৃষকের ফসল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে চার প্রবাসীর বিরুদ্ধে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে বারশত ইউনিয়নের চালিতাতলী গ্রামের খালপাড়ে আবু সায়েদের জমি দখল চেষ্টাকালে কৃষক আবদুল মান্নানের শিম ক্ষেতের ফসল কেটে দেয় একই এলাকার মৃত আনোয়ারুল আজিমের ছেলে প্রবাসী ইসহাক, ইদ্রিছ, ইউনুছ ও ইশা আনোয়ার।
এ ঘটনায় শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে আনোয়ারা থানায় জমির মালিক আবু সায়েদ ও কৃষক আবদুল মান্নান তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
কৃষক আবদুল মান্নান অভিযোগ করে বলেন, তাদের মধ্যে জমির বিরোধ আছে, আমার সঙ্গে তো কিছু নেই। আমি সাধারণ কৃষক বর্গা নিয়েছি জমি আবু সায়েদের কাছ থেকে। শুক্রবার বিকেলে প্রবাসী চারভাই মিলে আমার শিম ক্ষেতের সব ফসল কেটে দেয়। তাদের ভয়ে কেউ প্রতিবাদও করে না।
জমির মালিক আবু সায়েদ জানান, আমার পৈত্রিক জমিটি দীর্ঘদিন ধরে আমি ভোগ দখলে আছি। শুক্রবার বিকেলে অভিযুক্তরা দখলের চেষ্টা করে এবং আমার বর্গা চাষির শিম ক্ষেত কেটে দেয়। এঘটনায় আমি থানায় অভিযোগ দায়ের করেছি।
জানতে চাইলে অভিযুক্ত ইশা আনোয়ারের সঙ্গে মুঠোফোনে কথা বলার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
স্থানীয় চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্ বলেন, বিষয়টি আমি জেনেছি এবং উভয়পক্ষকে ডাকা হয়েছে। সামাজিক বৈঠকের মাধ্যমে এটি সুষ্ঠু সমাধান করা হবে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন, এঘটনায় থানায় একটি অভিযোগ করেছেন এক বৃদ্ধ। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।