জমি নিয়ে বিরোধের জেরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের হাটহাজারীতে জমি নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ মুছা (৩২) নামে এক সিএনজি অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত দশটায় মির্জাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাচা মিয়া সওদাগরের বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত মূছা ওই এলাকার সোনা মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাবেদ। তিনি বলেন, অজ্ঞাত দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে মুছা নামে এক সিএনজি টেক্সি চালক তার বাড়ির সামনে খুন হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড। নিহত মূছার ভাগিনার সঙ্গে দীর্ঘদিন ধরে এ নিয়ে বিরোধ চলে আসছিল। এ সংক্রান্ত একাধিক মামলাও রয়েছে। ধারণা করা যাচ্ছে সেই বিরোধ থেকে এ ঘটনা ঘটতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এমএফ

মন্তব্য নেওয়া বন্ধ।