অবৈধভাবে টিসিবির বোতলজাত তেল মজুদ, বেশি দামে তেল বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের দায়ে চট্টগ্রামের ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১০ অক্টোবর) দুপুরে নগরীর চান্দগাঁও থানার মোহরার কাজীর হাট এবং কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার।
অভিযানে মোহরার কাজীর হাটে অবস্থিত বার আউলিয়া বাণিজ্যালয়কে টিসিবির বোতলজাত তেল অবৈধ ভাবে মজুদ করার দায়ে ১ লাখ টাকা, একই এলাকার আলহা ট্রেডার্সকে বোতলজাত তেল বেশি দামে বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও মোড়কজাত বিধিনিষেধ না মানায় ১৫ হাজার টাকা এবং কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অবস্থিত আঞ্জুমান ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার বলেন, অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এছাড়া আরও বেশ কিছু দোকানের মালিকদের সতর্ক করা হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।