‘জাতীয় কবি’ হিসেবে গেজেটভুক্ত হচ্ছে কাজী নজরুলের নাম

কাজী নজরুল ইসলামের ‘জাতীয় কবি’ স্বীকৃতির এতদিন কোনো দলিল ছিল না। অবশেষে তাকে এ মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ হতে যাচ্ছে।

কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ হিসেবে ভূষিত করে গেজেট প্রকাশের প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ হিসেবে ভূষিত করে গেজেট প্রকাশের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর উদ্যোক্তা ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

মন্তব্য নেওয়া বন্ধ।