জাতীয় দলের সহকারী কোচ হলেন সালাউদ্দিন
জাতীয় দলের সহকারী কোচ হলেন সালাউদ্দিন। ফাইল ছবি
মোহাম্মদ সালাউদ্দিনকে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার (৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি।
চলতি মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ। এ সিরিজ দিয়েই বাংলাদেশের সঙ্গে কাজ শুরু করবেন সালাহউদ্দিন।
এর আগেও জাতীয় দলে কাজ করেছেন সালাউদ্দিন। ২০০৫ সালে বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন।
২০১০ পর্যন্ত সহকারী কোচের দায়িত্বেও ছিলেন। কোচ হিসেবে প্রায় ২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রিমিয়ার ক্রিকেট লিগ ও বিপিএলে সফল কোচ হিসেবে সালাহউদ্দিনের খ্যাতি রয়েছে। তার অধীনেই বিপিএলে চারবার চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ানস।
মন্তব্য নেওয়া বন্ধ।