চট্টগ্রামের আনোয়ারায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকসহ ৪৪ জন। এতে করে নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকের শপথ গ্রহণে আর বাধা নেই।
মঙ্গলবার (১১ জুন) দুপুরে ঢাকার হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিনে আবেদন করলে ৬ সপ্তাহের জন্য জামিন মঞ্জুর করেছেন বলে নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবি রাশিদা চৌধুরী।
বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উপপরিচালক শাহিনা সুলতানা স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম নগরীর আইস ফ্যাক্টরি প্রাইমারি চিটার্স ট্রেনিং ইনিস্টিটিউট (পিটিআই) অডিটোরিয়াম হলে আনোয়ারা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকসহ চট্টগ্রাম জেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ নিবেন। শপথ বাক্য পাঠ করাবেন বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।
গত শনিবার উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকের সমর্থক যুবলীগ নেতা ব্যবসায়ী মো. মোজাম্মেলকে উপজেলা আওয়ামী লীগের সভাপতির উপর হামলার ঘটনার মামলায় গ্রেপ্তার করতে গেলে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন উত্তেজিত জনতা। এ ঘটনায় কর্ণফুলী থানার উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে কাজী মোজাম্মেল হককে প্রধান আসামি করে ৪৪ জনের নাম উল্লেখসহ ৬০-৭০ জনের বিরুদ্ধে মামলাটি করেন।
আনোয়ারা উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক বলেন, “নির্বাচনে পরাজিতরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। আমি শুরু থেকে দাবী করে আসছি প্রশাসন কারও ইশারায় কাজ করছে। ঘটনার সাথে আমরা জড়িত নই। সিসি ক্যামরার ফুটেজ দেখলে বুঝা যাবে। আদালতকে তা বুঝাতে আমরা সক্ষম হয়েছি। তাই আদালত আমাদের জামিন মঞ্জুর করেন।”
তিনি আরও বলেন, “বুধবার দুপুরে আমার শপথ আটকানোর জন্য একটি মহল আমাকে মামলায় আসামি করেছেন, কিন্তু সত্যের জয় হল।
মন্তব্য নেওয়া বন্ধ।