জার্মানির হারে ‘ব্রাজিল-আর্জেন্টিনার’ সমর্থকরা খুশি

কাতার বিশ্বকাপে একের পর এক ঘটছে অঘটন। সৌদি আরব টানা ৩৪ ম্যাচে অপ্রতিরোধ্য থাকা আর্জেন্টিনাকে হারানোর রেশ কাটতে না কাটতে এবার আরেক অঘটন ঘটিয়েছে জাপান। চারবারের চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়েছে জাপান। এতে জার্মান সমর্থকদের মনে বিষন্নতা হলেও ‘চরম খুশি’ আজেন্টিনা ও ব্রাজিলের সমর্থকরা। যদিও কোন কোন আর্জেন্টিনা সমর্থক আগের দিনের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেন নি।

বুধবার (২৩ নভেম্বর) কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচে জার্মানিকে ২-১ গোল ব্যবধানে হারিয়েছে এশিয়ার দেশ জাপান।

আর্জেন্টিনা যেভাবে প্রথমার্ধ নিজেদের করে নিয়েছিল, জার্মানিও একইভাবে জাপানের বিপক্ষে ১-০ গোল ব্যবধানে এগিয়ে ছিল। পরবর্তীতে দ্বিতীয়ার্ধে টানা দুই গোল হজম করে সৌদির কাছে হার দেখে আর্জেন্টিনা। জার্মানিও ঠিক একই পথে হেঁটে দ্বিতীয়ার্ধে ২ গোল হজম করে হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়ে।

এদিকে পরপর দুই অঘটন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র চলছে নানামুখী আলোচনা সমালোচনা। হারের দিনে জার্মান সমর্থকরা কিছুটা নিরব হলেও বেশ প্রফুল্লতার ছাপ দেখা গেছে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে। এই দুই দলের সমর্থকদের মধ্যে ‘দা-কুমড়া ‘ সম্পর্ক হলেও জার্মানের হারে বেশ খুশি তারা। যদিও এখনও আর্জেন্টিনা দলের সমর্থকরা আগের দিনের ‘শক’ ভুলতে পারেন নি।

শাহ রিয়াজ নামে ব্রাজিল দলের এক সমর্থক বলেন, আমি ব্রাজিলের সমর্থক। আর্জেন্টিনার হারের পর এবার জার্মান হেরেছে। বিষয়গুলোকে অঘটন বলা হলেও তা কিন্তু নয়! আর্জেন্টিনার মতো জার্মানির হারেও ভালো লাগছে।

এদিকে জার্মনির হারে খুশি আর্জেন্টিনার সমর্থকরাও। তবে তারা জার্মানির হারের চেয়ে বৃহস্পতিবার ব্রাজিল হারবে তেমন বিষয় চিন্তা করে খানিকটা বেশি তৃপ্তি পাচ্ছেন বলে অনেকে জানিয়েছেন।

মিনহাজুল ইসলাম নামে এক আর্জেন্টিনা দলের সমর্থক বলেন, জার্মান হারলেও আর্জেন্টিনা হারের ধাক্কা এখনও রয়ে গেছে। তবে আশা করছি আগামীকাল ব্রাজিল হারলে শোক কেটে যাবে!

মন্তব্য নেওয়া বন্ধ।