জাহাঙ্গীর কবির নানকের সাথে বিজেপির সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পররাষ্ট্র বিষয়ক বিভাগের প্রতিনিধিবৃন্দ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) ভারতের নয়া দিল্লিতে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন—বিজেপির পররাষ্ট্র বিষয়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ড. বিজয় চৌথাইওয়ালে এবং পররাষ্ট্র বিষয়ক বিভাগর কোর কমিটির সদস্য শিশির বাজোরিয়া, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল হক চৌধুরী (রাসেল)।

সাক্ষাৎকালে দুই দেশের নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগ ও ভারতীয় জনতা পার্টির এবং বাংলাদেশ ও ভারতের ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে বিশদ আলোচনা করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।