জিনিয়াস মেধাবৃত্তি পুরস্কার ও শিশু উৎসব ২১ মে

0

জিনিয়াস বাংলাদেশ মেধাবৃত্তি পুরস্কার বিতরণী ও শিশু উৎসব আগামী ২১ মে সকাল ১০টায় চট্টগ্রাম নগরীর এসএস খালেদ রোডস্থ রীমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। অনুষ্ঠানের উদ্বোধন করবেন দৈনিক আজাদীর সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এম এ মালেক। এছাড়া শিক্ষাবিদ, রাজনৈতিক, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

জিনিয়াস পরিচালক সরোজ আহমেদ জানান, ২০১৯ সালে ডিসেম্বরে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০২০ সালের এপ্রিলে পুরস্কার বিতরণের কথা থাকলেও করোনা তাণ্ডবে তা স্থগিত হয়ে যায়। বর্তমানে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় ফের পুরস্কার বিতরণ ও শিশু উৎসবের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৫৭৩ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।