জিয়াউর রহমানের মাজারে আমেরিকা ইন্টার স্টেট বিএনপির শ্রদ্ধাঞ্জলি

বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন আমেরিকা ইন্টার স্টেট বিএনপির নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি কাজী সাখাওয়াত হোসেন আজম ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের নেতৃত্বে নেতাকর্মীরা এই শ্রদ্ধা নিবেদন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ শামিমূর রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রমনা এলাকার জনতার কাউন্সিলর নাদিম চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমেরিকা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান আতা, আমেরিকা সন্দ্বীপ ফোরামের সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস, মোহাম্মদপুর বিএনপির নেতা মোহাম্মদ জামালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

মন্তব্য নেওয়া বন্ধ।