বিএনপি-জামাতের নেতা জিয়াউর রহমান রাতের বেলায়ও চোখে কালো চশমা পরে থাকতেন। সে কালো চশমা এখন বিএনপি জামাতের নেতাকর্মীরা পরে দেশের জন্য ষড়যন্ত্র করছে। তাদের এসব ষড়যন্ত্র রাজনীতির মাঠে মোকাবেলা করে দাঁত ভাঙা জবাব দিবো।
শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
ভূমিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন বিএনপি জামাত চোখে দেখে না। দেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য নানা কৌশলে ষড়যন্ত্র করছে। ঠিক একইভাবে আবারো বিশৃঙ্খলা সৃষ্টি করে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়ে গেছে। নির্বাচন এলে তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে ষড়যন্ত্র করে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ মান্নান চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এমপি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাংসদ নজরুল ইসলাম চৌধুরী, সাংসদ ড. আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারু ইসলাম, প্রধান বক্তা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েমসহ আনোয়ারা উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগ নেতারা উপজেলা নেতা নির্বাচনের ক্ষমতা ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির ওপর নেস্ত করেন। ভূমিমন্ত্রীর মতামতের ভিত্তিতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন মনছুর আনুষ্ঠানিকভাবে ফের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী এবং উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনকে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষণা করেন।
মন্তব্য নেওয়া বন্ধ।