খাগড়াছড়ি দীঘিনালায় চাঁদের গাড়ির (জীপ) সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল মতিন (৪৫) নামের এক রিসোর্ট মালিক প্রাণ হারিয়েছেন। এতে গুরতর আহন হয়েছেন আরও ৫ জন।
রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ির দীঘিনালা সড়কের আটমাইল এলাকায় চাঁদের গাড়ি (জীপ) ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মতিন রাঙামাটির সাজেক থানার বঙ্গলতলী এলাকার করেঙ্গাতলী বাজারের মৃত আনোয়ার হোসেনের ছেলে। তিনি সাজেক পর্যটন এলাকার রিসোর্ট ও বিসমিল্লাহ্ হোটেলের মালিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদের গাড়ি ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক মতিনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ওসি মো. তানভীর হাসান বলেন, সাজেক-খাগড়াছড়ি সড়কের ০৮ মাইল এলাকায় চাঁদের গাড়ি (জীপ) ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ হলে মতিন (৪৫) নামের একজন নিহত হয়। ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।