থেমে থেমে মাঝারি ও ভারি বর্ষণের কারণে গেল শুক্রবার থেকে রাঙামাটির জুরাছড়ি-বরকলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। এতে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। থমকে গেছে ব্যাবসায় প্রতিষ্ঠানসহ বিভিন্ন অফিসের কাজ-কর্ম।
রবিবার (৬ আগস্ট) সকালে সরেজমিন ঘুরে দেখা যায়, তিন দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় ঘরে ফ্রীজে রাখা মাছ-মাংস নষ্ট হতে বসেছে। মোবাইলে চার্জ না থাকায় স্বজনদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অনেকে।
উপজেলায় খাবার ব্যবসায়ী মো. আলী বলেন, তিন দিন ধরে কারেন্ট নেই। এতে ব্যবসায় লোকসান গুনতে হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, বিদ্যুৎ না থাকায় অফিসের কাজ করা যাচ্ছে না।
জুরাছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. দেলোয়ার হোসেন বলেন, তিন দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় মোবাইল চার্জ নেই, ট্যাংকে পানি নেই। খুবই কষ্ট হচ্ছে।
রাঙামাটি বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল রহমান বলেন, দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করতে ২টি টিম দিন-রাত কাজ করে যাচ্ছে। পাহাড়ি রাস্তায় আধা কিলোমিটার পর পর গাছের ডাল লাইনের ওপর পড়ে রয়েছে। অতিরিক্ত ফল্ট থাকায় বিদ্যুৎ সংযোগ চালু করতে বিলম্বিত হচ্ছে। তবে দ্রুত সংযোগ দেওয়া হবে।
মন্তব্য নেওয়া বন্ধ।