বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে আওয়ামী লীগ সরকার পরিচালিত গণহত্যার বিচারের দাবী জানিয়ে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ। এসময় তারা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার দাবী জানান।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে মিছিলটি ষোলশহর রেল স্টেশন থেকে শুরু হয়ে দুইনং গেইট-জিইসি ঘুরে নগরীর বিপ্লব উদ্যানে এসে শান্তিপূর্ণ অবস্থান নেয়।
এ সময় আব্দুলাহ্ আল নোমান বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বে জুলাই-আগস্ট মাসে পরিকল্পিত হত্যাযজ্ঞ চালানো হয়েছে৷ শেখ হাসিনাকে দেশে এনে বর্বর হত্যাযজ্ঞের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করতে হবে। দির্ঘদিন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ছাত্রলীগ। সাধারণ শিক্ষার্থীদের জীবন বিপন্ন করেছে। সবাইকে বিচারের আওতায় আনতে হবে।
সাধারণ শিক্ষার্থীর যেকোন যৌক্তিক আন্দোলনে পাশে থাকার ঘোষণা দিয়ে ছাত্রদল নেতারা বলেন, অতীতের ন্যায় ভবিষ্যতেও ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে পাশে থাকবে।
মিছিল পরবর্তী শান্তিপূর্ণ অবস্থা কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য নেওয়া বন্ধ।