জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য সিরাজুল ইসলাম

রাঙামাটি পার্বত্য জেলা কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের জন্য স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসাবে মনোনীত হয়েছেন লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ সভাপতি মীর সিরাজুল ইসলাম চৌধুরী (ঝান্টু)। তিনি একাধারে একজন শিক্ষক, হেডম্যান ও উদ্যোক্তা।

রাঙামাটি জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং ডে-২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে তার হাতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) কর্তৃক প্রেরিত সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ ও জেলা প্রশাসক মোশাররফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- রাঙামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ।

জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় সিরাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্ঠার মাধ্যমে দেশের সর্বক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। পুলিশ বাহিনীকে জনগনের বন্ধু হিসাবে প্রতিষ্ঠিত করতে সচেতনতার সহিত সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আজকের এই সম্মাননার স্বীকৃতি পুলিশ বিভাগের ভালবাসার প্রাপ্তি।

তিনি পুলিশ বাহিনীর পাশে থেকে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রায় সততা ও নিষ্ঠার সাথে আজীবন দেশের কল্যানে কাজ করার প্রত্যায় ব্যক্ত করে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, সততা ও নিষ্ঠার সাথে জনবান্ধন কাজের স্বীকৃতিসরূপ এ সম্মান তরুণদের উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে। ভালো কাজের স্বীকৃতি আরো ভালো কিছু করার আগ্রহ্ ও ইচ্ছাশক্তি তৈরি করে।

পুলিশ বিভাগের এ সম্মাননা লংগদুবাসীর প্রতি উৎসর্গ পূর্বক আইজিপি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বাঘাইছড়ি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল আউয়াল চৌধুরী, লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন সহ সকল পুলিশ সদস্য এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।