জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শকের পুরস্কার পেলেন রাশেদুল ইসলাম

0

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর-তদন্ত) নির্বাচিত হয়েছেন পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম। মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলসহ অপরাধ দমনে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ বছরের মার্চ মাসের জেলার শ্রেষ্ঠ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত হন।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হক আনুষ্ঠানিক ভাবে তার হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও সম্মাননার অর্থ তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিক রহমান, সকল অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত।

এ ব্যাপারে জেলার শ্রেষ্ঠ পরিদর্শক হিসেবে নির্বাচিত পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম বলেন, এ স্বীকৃতি দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে আমাকে আরো বেশি অনুপ্রেরণা যোগাবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।