জেলা পরিষদ নির্বাচনে পরিষদের সাবেক সদস্য ও চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের কাছে। একই অভিযোগ তিনি জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপারের কাছেও করেছেন। রিটার্নিং কর্মকর্তা বিষয়টি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন চন্দনাইশ থানার ওসিকে।
লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান। তিনি বলেন, চন্দনাইশের একজন প্রার্থী অপর প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনেছেন। আমরা যেহেতু একটি নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ সেহেতু এমন পরিস্থিতি তৈরির কোনো সুযোগ নেই। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের জন্য আমি চন্দনাইশ থানার ওসিকে বলেছি।
আওয়ামী লীগ নেতা আবু আহমেদ চৌধুরী নির্বাচন করছেন হাতি প্রতীকে। অপর প্রার্থী টিপু চৌধুরীর প্রতীক তালা। অভিযোগপত্রে আবু আহমেদ উল্লেখ করেছেন, টিপু চৌধুরী সমর্থিত ‘সন্ত্রাসী বাহিনী’ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে না আসতে হুমকি দিচ্ছে। তারা গত ১০ অক্টোবর দুপুর আড়াইটায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে বরমা ইউনিয়ন পরিষদের সদস্য সাখাওয়াত হোসেন টিপুকে প্রকাশ্যে মারধর করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভোট কেন্দ্র কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী টিপু চৌধুরীর বাড়ি কাছে। তাই তিনি সেই সুযোগ কাজে লাগাতে তৎপর। আবু আহমেদ চৌধুরী নির্বাচনে ভোট গ্রহণ পর্যন্ত পুলিশের টহল বাড়ানোর আবেদন করেন।
কেন্দ্রে সিসি ক্যামরা স্থাপনের কথা জানিয়ে নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, প্রতিটি ভোট কেন্দ্র সিসি ক্যামরার আওতায় থাকবে। পেশী শক্তি ব্যবহারের কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না।
অপর দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আবু আহমেদ চৌধুরী চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরীর বিরুদ্ধে জেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০১৬, ২৫ এর (ক.খ.গ) লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তার দাবি প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ টিপু চৌধুরীর (তালা প্রতীক) পক্ষে ভোট দেওয়ার জন্য প্রতিশ্রুতি আদায়ে আবদুল জব্বার চৌধুরী বিভিন্ন ইউনিয়নের মেম্বারদের ডেকে নিয়ে চট্টগ্রাম জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দপত্র বিতরণ করেন।
প্রসঙ্গত, জেলা পরিষদ নির্বাচনে চন্দনাইশের ১১৮ জন ভোটার রয়েছেন। আগামী ১৭ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
মন্তব্য নেওয়া বন্ধ।