চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আনোয়ারা থেকে সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক জেলা পরিষদ সদস্য ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এস.এম আলমগীর চৌধুরী।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসে সিনিয়র জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেনের কাছে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের মনোনীত সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দেন তিনি। এছাড়াও আনোয়ারা থেকে জেলা পরিষদ নির্বাচনে মহিলা সংরক্ষিত আসন থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন দিলুওয়ারা বেগম।
এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভিপি জাফর উদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, বৈরাগ ইউনিয়নে চেয়ারম্যান নোয়াব আলী, চাতরীর চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, বরুমচড়ার চেয়ারম্যান শামসুল ইসলাম চৌধুরী, জুঁইদন্ডীর চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিছ, বারখাইনের চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী শাকিল, আনোয়ারা সদরের চেয়ারম্যান অসীম কুমার দেব, হাইলধরের চেয়ারম্যান কলিম উদ্দিন, পরৈকোড়ার চেয়ারম্যান আজিজুল হক বাবুল, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, বারখাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খুরশীদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম. জাহাঙ্গীর আলম, বৈরাগ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এস.এম আলমগীর চৌধুরী বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আখতারুজ্জামান চৌধুরী বাবু পরিবারের সাথে থেকে দলের দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি। তাই মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয় আমাকে পুনরায় উপজেলা আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে জেলা পরিষদ নির্বাচন করা সুযোগ দিয়েছে। মন্ত্রী মহোদয়ের দিক নির্দেশনা অনুযায়ী উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে সেবক হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।
মন্তব্য নেওয়া বন্ধ।