জেলা পরিষদ নির্বাচন: কর্ণফুলীতে ইসলাম, আনোয়ারায় আলমগীর

কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলীতে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাধারণ সদস্য পদে কর্ণফুলী ৯ নম্বর ওয়ার্ডে ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ ৮৬ ভোটেে এবং আনোয়ারা ১২ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বীতায় এস.এম আলমগীর চৌধুরী জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সোমবার(১৭ অক্টোবর) বিকালে ভোটগ্রহণ ও গণনা শেষে উপজেলা নির্বাচনী কর্মকর্তা এ তথ্য জানান।

কর্ণফুলীতে ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী অধ্যাপক মো. রাশেদুল হাসান পেয়েছেন ৫ ভোট। অপর দিকে নির্বাচনের আগে হাইকোর্টের আদেশে আনোয়ারা ১২ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আবুল বশরের প্রার্থীতা বাতিল হলে নির্বাচন কমিশন এস.এম আলমগীর চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করেন।

চেয়ারম্যান পদে আনোয়ারা কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম (আনারস) পেয়েছেন ১৪৯ ভোট ও স্বতন্ত্র প্রার্থী নারায়ন রক্ষিত (মোটরসাইকেল) পেয়েছেন ২ ভোট,সংরক্ষিত মহিলা সদস্যদের মধ্যে দিলুয়ারা (বই) ১০৮, মোছাম্মৎ দিলু আরা বেগম (ফুটবল) ৩, মোছাম্মৎ ফারহানা আফরীন জিনিয়া (দোয়াত কলম) ৩১, রেহেনা ফেরদৌস চৌধুরী ৭ ও সাজেদা বেগম (হরিণ) ২ ভোট পেয়েছেন।

কর্ণফুলী কেন্দ্রে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম (আনারস) পেয়েছেন ৯১ ভোট, স্বতন্ত্র প্রার্থী নারায়ন রক্ষিত (মোটরসাইকেল) পেয়েছেন ১ ভোট, সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ (ঘুরি) পেয়েছেন ৮৬ ভোট ও মোহাম্মদ রাশেদুল হাসান (তালা) পেয়েছেন ৪ ভোট, সদস্য পদে জগদা চৌধুরী (দোয়াত কলম) পেয়েছে ৪৭ ভোট, তাহমিনা আকতার চৌধুরী (হরিণ) পেয়েছে ২২ ভোট ও মোস্তাফা রাহিলা চৌধুরী (ফুটবল) পেয়েছে ২২ ভোট।

এদিকে ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ নির্বাচিত হওয়ায় কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য প্রাক্তন উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

অপরদিকে ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ ভোটার এবং দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।