জেলা শিল্পকলা একাডেমি নির্বাচন—বাবুতেই আস্থা সংস্কৃতি কর্মীদের, অন্য ৭ পদে বিজয়ী যারা

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে আবারও সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সাইফুল আলম বাবু। তিনি পেয়েছেন ৩৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সংগীতশিল্পী ও আবৃত্তিশিল্পী মুহাম্মদ জাহাঙ্গীর আলম (হাসান জাহাঙ্গীর) পেয়েছেন ২২৩ ভোট।

শনিবার (৮ জুন) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলে ৮টি পদে একটানা ভোটগ্রহণ। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদি উর রহিম জাদিদ। সন্ধ্যায় ভোট গণনা শেষে শিল্পকলা অডিটরিয়ামে তিনি ফলাফল ঘোষণা করেন।

অন্য পদে বিজয়ী যারা—
সহ-সভাপতি
দুটি সহ সভাপতি পদে লড়েছেন চারজন। নির্বাচিত দুজন হলেন আবৃত্তিশিল্পী অঞ্চল কুমার চৌধুরী ও নাট্যজন এস কে এস মাহমুদ (আলোক মাহমুদ)। অঞ্চল চৌধুরী পেয়েছেন ২৫৭ ভোট এবং অলক মাহমুদ পেয়েছেন ২৪৯ ভোট।
তাদের প্রতিদ্বন্দ্বী অপর দুই প্রার্থী তাপস শেখর পেয়েছেন ২৪৩ ভোট এবং নজরুল সংগীতশিল্পী দীপেন কান্তি চৌধুরী পেয়েছেন ২০৭ ভোট।

যুগ্ম-সম্পাদক—
দুটি যুগ্ম সম্পাদক পদের বিপরীতে লড়েছে ৬ জন। তাদের মধ্যে সংগীতশিল্পী আলাউদ্দিন তাহের ২৭৮ ভোট ও এবং আবৃত্তিশিল্পী কঙ্কন দাশ ২৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তাদের প্রতিদ্বন্দ্বী মো. শহিদুল করিম চৌধুরী নিন্টু পেয়েছেন ১৭৬ ভোট, মুহাম্মদ সাজ্জাত হোসেন পেয়েছেন ১২৭ ভোট। এছাড়া কমল দাশ পেয়েছেন ১০২ ভোট এবং মো. জামশেদ উদ্দীন পেয়েছেন ৩১ ভোট।

কার্যকরী সদস্য—
৩টি কার্যকরী সদস্য পদের বিপরীতে লড়েছেন ১০ জন। তাদের মধ্যে বাপ্পা চৌধুরী ২২৭ ভোট, বিশ্বজিত পাল ২১৭ ভোট ও রহিমা খাতুন লুনা ১৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
অপর সাত প্রতিদ্বন্দ্বী মো. সেলিম রেজা সাগর ১৮৬ ভোট, আলী প্রয়াস ১৬৪ ভোট, রুবেল দাশ প্রিন্স ১৬০ ভোট, সামশুল হায়দার তুষার ১০০ ভোট, বাপ্পী আলমগীর ৭৪ ভোট, মো. হানিফ খন্দকার ৫৫ ভোট এবং আশিকুর রহমান ৪৩ ভোট।

প্রসঙ্গত, পদাধিকার বলে জেলা শিল্পকল্প একাডেমির সভাপতি হলেন জেলা প্রশাসক। সাধারণ সম্পাদক, ২ জন করে সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৩ জন কার্যকরী সদস্যসহ মোট ৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।