জোরারগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেপ্তার

চট্টগ্রামে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় তাদের ব্যবহৃত একটি সিএনজি ট্যাক্সি জব্দ করা হয়।

বুধবার(২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-০৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি বলেন, জোরারগঞ্জের বিএসআরএম গেটের বিপরীত পাশের এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে ডাকাতির প্রস্তুতকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-জোরারগঞ্জ মধ্যম সোনাপাহাড় টুরিটিলা এলাকার আলাউদ্দিনের পুত্র রেজাউল করিম (২৪) ও ফজল করিম (২১), নূর নবীর পুত্র ফরহাদ (১৮) ও নাছির উদ্দিনের পুত্র মমিন উদ্দিন (২৩)।

আটকরা জানায়, তারা সংঘবদ্ধভাবে দীর্ঘদিন যাবৎ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত প্রাইভেট কার টার্গেট করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব ছিনিয়ে নিতো। এছাড়াও তারা চট্টগ্রাম ও ফেনী জেলায় মাদক বেচাকেনা করতো। তাদেরকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-০৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গ্রেপ্তারের পর আসামিদের দেহ ও ট্যাক্সি তল্লাশি করে তাদের দেখানো মতে ৩টি দেশীয় তৈরি ধারালো রাম দা, ২ বোতল বিদেশি মদ ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।