নগরীর পতেঙ্গা সৈকত এলাকা থেকে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির (৩৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ মে) বিকাল ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে সৈকতে মরদেহটি ভেসে উঠতে দেখা গেলে তারা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, জোয়ারের পানিতে ভেসে এসে সৈকতের পাথরের ব্লকে আটকা পড়া একটা লাশ আমরা ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করেছি। এখনো নিহতের পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ বলা যাবে।