বঙ্গবন্ধু টানেল উদ্বোধন উপলক্ষে গত রোববার রাতে চট্টগ্রামের আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ কনসার্ট। এটি আয়োজন করে আনোয়ারা উপজেলা প্রশাসন। যেখানে টিকিট ছাড়াই শ্রোতারা পছন্দের ব্যান্ডগুলোর গান উপভোগ করেছেন। পাশাপাশি নদীর তলদেশে দক্ষিণ এশিয়ার প্রথম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ নির্মাণের পেছনের গল্পও দেখতে পেয়েছেন পর্দায়।
এমন একটি আয়োজনের অংশ হতে পেরে নিজেদের গর্বিত মনে করেছেন আর্টসেল ব্যান্ডের লিড গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদ। তিনি বলেন, ‘আর্টসেল সব সময় উন্মুক্ত স্থানে দর্শকদের গান শোনাতে ভালোবাসে। তেমনই একটি আয়োজনে চট্টগ্রামের আনোয়ারায় গান গেয়েছি আমরা। যেখানে দেশের সফলতা ও অর্জনের গল্প চট্টগ্রামবাসীর সামনে তুলে ধরা হয়েছে। এমন একটি আয়োজনের সঙ্গে আর্টসেল যুক্ত হতে পেরে খুবই আনন্দিত এবং গর্বের। আমরা সব সময় দেশের উন্নয়ন কামনা করি। যে উন্নয়নে সাধারণ মানুষ উপকৃত হয়। এ কাজের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা জানাই।’
আর্টসেল ছাড়াও কনসার্টে দেশের জনপ্রিয় আরও দুটি ব্যান্ড পারফর্ম করে। সেগুলো হচ্ছে ওয়ারফেজ ও শিরোনামহীন। এ ছাড়া একক সংগীত পরিবেশনা করেন সংগীতশিল্পী মিনার রহমান, দিলশাদ নাহার কণা ও ফকির শাহাবুদ্দিন।
কণা বলেন, ‘আমি খুবই আনন্দিত এ কনসার্টে গান গাওয়ার জন্য আমন্ত্রণ পেয়ে। দেশের উন্নয়নের যে অগ্রযাত্রা তার অংশীদার হতে পেরে ভালো লাগছে। চট্টগ্রামের মানুষের সঙ্গে দারুণ একটি দিন কাটলো আনোয়ারায়। ধন্যবাদ আনোয়ারা উপজেলা প্রশাসনকে।’
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বশর মোহাম্মদ ফখরুজ্জামান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মুমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও আনোয়ারার সাবেক ইউএনও শেখ জোবায়ের আহমেদ।
অনুষ্ঠানে আনোয়ারা উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এম মান্নান চৌধুরী, কৃষি কর্মকর্তা রমজান আলী, শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, প্রকল্প বান্তবায়ন কর্মকর্তা আবু নাসের, আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ, চেয়ারম্যানদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, নোয়াব আলী, এম.এ কাইয়ূম শাহ্, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, মাস্টার মোহাম্মদ ইদ্রিছ, অসীম কুমার দেব, কলিম উদ্দিন, হাসনাত জলিল চৌধুরী শাকিলসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য নেওয়া বন্ধ।