টি-টোয়েন্টি বিশ্বকাপের আসল লড়াই শুরু আজ

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে গেছে কদিন আগেই। তবে আসল লড়াই শুরু হচ্ছে আজ। মূলত সুপার টুয়েলভ রাউন্ড মাঠে গড়াবে আজ হাই ভোল্টেজ এক ম্যাচ দিয়ে। যেখানে মুখোমুখি হবে গত আসরের দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া।

এই দুই প্রতিবেশীর লড়াইটা অনেকটা ভারত পাকিস্তানের লড়াইয়ের মত। তার উপর গত আসরের ফাইনালে হারের ক্ষততো রয়েছেই নিউজিল্যান্ডের মনে। সে ক্ষতে প্রলেপ দিতে হলে আজ স্বাগতিকদের হারাতেই হবে। আবার কিউইদের সব পরিকল্পনায় জল ঢেলে দিতে প্রস্তুত স্বাগতিকরা।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ বাংলাদেশ সময় দুপুর একটায় মাঠে গড়াবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচটি। এদিকে গত বৃহস্পতিবার অঘটনের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের বিশ্বকাপের প্রথম পর্ব। যেখানে সবচাইতে বড় অঘটনটি ঘঠিয়েছে আয়ারল্যান্ড। তারা বিদায় করে দিয়েছে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে।

ফলে ক্যারিবীয়দের ছাড়াই অনুষ্টিত হচ্ছে ক্রিকেটের কোন বিশ্বকাপ। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া যখন রন প্রস্তুতি নিচ্ছে প্রথম ম্যাচে পরষ্পরের মুখোমুখি হওয়ার তখন চোখ রাঙাচ্ছে বৃষ্টি। হয়তো ভেসে যেতে পারে ম্যাচটি। যদিও প্রথম পর্বে কোন ম্যাচই বৃষ্টিতে পরিত্যক্ত হয়নি।

অস্ট্রেলিয়া তাদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল গত আসরে আরব আমিরাতে। অবশ্য নিউজিল্যান্ড আগেই জিতেছে এই টুর্নামেন্টের শিরোপা। এরই মধ্যে টুর্নামেন্টের মূল পর্বের ১২ টি দল নিশ্চিত হয়ে গেছে। যেখানে ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, শ্রীলংকা এবং স্বাগতিক অস্ট্রেলিয়া। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে।

বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে আগামীকাল। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ফেবারিট হিসেবে দেখা হচ্ছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং স্বাগতিক অস্ট্রেলিয়াকে। প্রথম দিনেই মুখোমুখি দুই ফেভারিট। তাও আবার গত আসরের দুই ফাইনালিস্ট। তাই উত্তাপ ছড়িয়েই শুরু হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

মন্তব্য নেওয়া বন্ধ।