জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা প্রশাসন।
রোববার (১১ জুন) দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পণের পর স্বাধীনতার স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান আমির আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস. এম নাওশেদ রিয়াদ, উপজেলা প্রকৌশলী মো. জাহেদুল আলম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মো. আলমগীর, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান।
মন্তব্য নেওয়া বন্ধ।