টেকনাফে ব্যবসায়ীর হাত কেটে উল্লাস, গ্রেপ্তার ৫

কক্সবাজার টেকনাফের নাজিরপাড়ায় এক ব্যবসায়ীর হাত কেটে উল্লাস করার ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকালে র‌্যাব-১৫ কক্সবাজার সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

গ্রেফতারকৃতরা হলেন ওই এলাকার নুরুল হক (৩৮), জাহাঙ্গীর আলম (৩৫), দিল মোহাম্মদ কালু (৫৮), আবুল কালাম (৩৮), ছৈয়দ উল্লাহ (৩৬)।

মো. আবু সালাম চৌধুরী বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক সংলগ্ন এলাকা অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করেছেন।

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর টেকনাফের সাবরাং ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে সিদ্দিক আহম্মদ নামে এক ব্যক্তির দুই হাতের কব্জি কেটে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে উল্লাসে মেতে উঠে দুর্বৃত্তরা। পরে তারা গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে চলে যায়।

মন্তব্য নেওয়া বন্ধ।