টেকনাফে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় গ্রেপ্তার ৬

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশি। এর আগে বুধবার দিনগত রাতে ২৪ জনকে এজাহারভুক্ত এবং কয়েকজনকে অজ্ঞাত দেখিয়ে রোহিঙ্গাসহ ৩০ জনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করা হয়।

বুধবার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন, মামলায় প্রধান অভিযুক্ত টেকনাফের সাবরাংয়ের কাটাবনিয়ার হাসান আলীর ছেলে মো. শহিদ উল্লাহ(২৮)। উখিয়ার বালুখালী ক্যাম্পের মো. রশিদ ও মো. শরীফ, মহেশখালী কুতুবজুম গ্রামের বাসিন্দা মো. সেলিম (২৪) ও কোরবান আলী, ঈদগাঁর হাজিপাড়ার মো. আবদুল্লাহ(২০)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ট্রলারডুবির ঘটনায় উদ্ধার হওয়া মধ্যে ৬ জনকে আটক দেখিয়ে মামলা রুজু করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে। আটকরা প্রাথমিকভাবে মানবপাচারের সাথে জড়িত বলে স্বীকার করেছেন। তাদেরকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার ভোরে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাত্রাকালে কক্সবাজারের টেকনাফ উপকূলীয় বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত তিন রোহিঙ্গা নারী ও এক শিশুসহ চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।