টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল আইস জব্দ

কক্সবাজারের টেকনাফে প্রায় ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য ১৫ কোটি ৮৫ লাখ টাকা।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা নাফ নদীর বেড়িবাঁধ এলাকা থেকে এসব ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।

টেকনাফ ২নং বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হ্নীলা বিওপির সদস্যরা জানতে পারে নাফ নদী দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৪টায় বিশেষ টহলদল নাফ নদীর বেড়িবাঁধে অবস্থান নেয়। এসময় ২ জনকে নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখা যায়।

মাদক বহনকারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি বুঝতে পেয়ে মিয়ানমারের দিকে চলে যেতে থাকে। এসময় টহলদল তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে তারা ভীতসন্ত্রস্ত হয়ে সাথে থাকা একটি বস্তা ফেলে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে টহলদল তল্লাশী চালিয়ে বস্তাটি উদ্ধার করে। বস্তার ভেতর হতে ১৫ কোটি ৮৫ লাখ টাকা মুল্যের ৩ কেজি ১৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয় বলে জানায় বিজিবি।

এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে।

মন্তব্য নেওয়া বন্ধ।