টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পদযাত্রায় দুই তরুণ, দিচ্ছেন থ্যালাসেমিয়া সচেতনতার বার্তা

কক্সবাজারের টেকনাফ থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ার উদ্দেশে হেঁটে যাত্রা শুরু করেছেন দুই তরুণ হাসান মুরাদ ও মাহমুদুল হাসান। লক্ষ্য: থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি।

১০ দিন আগে শাহপরীর দ্বীপ থেকে যাত্রা শুরু করেন তারা। সোমবার সকাল পর্যন্ত তারা সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় পৌঁছান। পথে মানুষের হাতে প্রচারপত্র তুলে দিয়ে রোগের ঝুঁকি ও প্রতিরোধের তথ্য জানাচ্ছেন।

হাসান মুরাদ বলেন, আমাদের পদযাত্রায় যতজন মানুষ সচেতন হবে, সেটাই আমাদের সফলতা। প্রতিটি ছোট প্রচেষ্টা গুরুত্বপূর্ণ।

চট্টগ্রাম মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহেদ আহমেদ চৌধুরী জানান, বাংলাদেশের ৪ শতাংশ মানুষ থ্যালাসেমিয়ার বাহক। সচেতনতা বাড়ানো না হলে রোগটি মারাত্মক আকার নিতে পারে।

মন্তব্য নেওয়া বন্ধ।