চট্টগ্রাম নগরীর টেরিবাজারে নারীদের কাপড়ের দোকান ‘লাহোরি কালেকশন’এ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের ফাইটারদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসছে।
শনিবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আলী।
বেলা ১১টা মোহাম্মদ আলী চট্টগ্রাম খবরকে বলেন, সকাল ১০টার দিকে আগুন লাগার খবর আসলে আমাদের দুটো ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থল থেকে ইবনে মিজান জয়নাল নামের এক প্রত্যক্ষদর্শী জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। মালামাল সরানোর কাজ করছে দোকান কর্মচারীরা।
ক্ষয়ক্ষতি এবং আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আলী।
মন্তব্য নেওয়া বন্ধ।