ট্যুরিস্ট ভিসায় সৌদি গিয়ে বিপাকে কর্ণফুলীর যুবক, ১২ দিন খোঁজ নেই
তিন মাসের ট্যুারিস্ট ভিসায় ভাগ্য পাল্টাতে গিয়ে ১ বছর ৮ মাসেও দেশে ফিরতে পারেনি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের মোহাম্মদ ফোরকান (৩৫) নামে এক যুবক। ফোরকান উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর কুদ্দস মেম্বারের বাড়ির আবদুল মান্নানের পুত্র। পরিবারে তার স্ত্রী, দুই শিশুকন্যা, বাবা-মাসহ চারভাই রয়েছে।
গত ১২ দিন ধরে স্বজনদের সঙ্গে কোনো যোগাযোগ না করায় দুচিন্তায় পড়েছেন ট্যুারিস্ট ভিসায় ভাগ্য পাল্টাতে যাওয়া ফোরকানেরর পরিবারের।
ফোরকানের স্ত্রী আছমা আকতার বলেন, গত ২০ মাস আগে আমার স্বামী সাতকানিয়া উপজেলার কামাল উদ্দিন নামের এক ব্যক্তিকে ৩ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে ট্যুরিস্ট ভিসায় সৌদি আরবে যান। এর পর থেকে প্রতিনিয়ত যোগাযোগ করা হলেও গত ১২ দিন ধরে তার কোনো খোঁজ নেই। নেই মুঠোফোনে যোগাযোগও। ট্যুরিস্ট ভিসায় সৌদি আরবে কামাল উদ্দিন একটি পেট্রোল পাম্পে চাকুরিও দেন তাকে।
আছমা আকতার বলেন, সৌদি আরবে ৩ মাসের মধ্যে স্থায়ী চাকরির ব্যবস্থাও করে দিবে বলে আশ্বাসও দেন তিনি। কিন্তু তিন মাস পার হয়ে গেলেও আমার স্বামীকে স্থায়ী চাকরি দিতে পারেনি সে। তবে আমার স্বামী ও কামাল উদ্দিনের সঙ্গে আমাদের নিয়মিত যোগযোগ ছিল।
সর্বশেষ গত ১ অক্টোবর আমার স্বামী আমাদের ফোন করে জানান, কামাল উদ্দিন তাকে অন্য কোম্পানীর কাছে নিয়ে নতুন একটি চাকুরি দেবে। কিন্তু এর পর থেকে আমাদের সঙ্গে আর কোনো যোগযোগ নেই। কামাল উদ্দিনের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ হলেও গত শনিবার থেকে তিনিও ফোন ধরছেন না। এতে করে আমাদের দুচিন্তা আরও বেড়ে গেছে।
প্রবাসে নিখোঁজের খবরে ফোরকানের বৃদ্ধ পিতা আবদুল মান্নান (৭০) বলেন, আমার ছেলেকে ফিরে পেতে চাই। আমাদের সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। আমরা কোথায় কার সঙ্গে যোগাযোগ করব সেটাও জানিনা। যে লোকটা নিয়ে গেছে তাকেও খুঁজে পাচ্ছিনা। আমরা সরকারের সহযোগিতা চাই।
কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম বলেন, ট্যুারিস্ট ভিসায় প্রবাসে যাওয়া যুবকের বিষয়টি জেনেছি। তার পরিবারকে প্রশাসনের সহায়তা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্যও বলা হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।