ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ১

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষে বিশ্বজিৎ দে (৩৫) নামের এক দর্জি নিহত হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হাফেজ বজলুল রহমান সড়কের রাউজান-রাঙ্গুনিয়া সীমান্তে মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় থেমে থাকা বালুবাহী ট্রাকের পেছনে সিএনজি চালিত অটোরিকশা ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

নিহত বিশ্বজিৎ দে রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মন্ডলের বাড়ির (ভুতু ডাক্তারের বাড়ি) মৃত বলরাম দে’র পুত্র।
নোয়াপাড়া পথেরহাটের সেঞ্চুরি টেইলার্সের মালিক তিনি।

আহতরা হলেন— রাঙ্গুনিয়া উপজেলা বেতাগী ইউনিয়নের ১নং ওয়ার্ডের দয়াল মাস্টারের বাড়ির সমীর সেনের ছেলে আকাশ সেন (১৮), বাবুল চৌধুরীর পুত্র জয় চৌধুরী (২২) এবং রাহুল দাশের ছেলে প্রবীর দাশ (২৭)।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জয়নাল আবেদীন বলেন, দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন হতে ধাক্কা দিয়ে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় ৪জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পথেরহাট পাইওনিয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে বিশ্বজিৎ দে’কে নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক বলেন, আহতদের মধ্যে দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।