ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৮

0

ইটবোঝাই ডাম্প ট্রাক ও ঈগল বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে ৮ জন। শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ অংশের বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- বোয়ালখালীর মোহাম্মদ জানে আলম (৩০), মো. ফোরকান (২৮) ও মো. মিজান (৩৫)। বাকি ৫ জনের নাম-পরিচয় এখনো জানা জায়নি।

দোহাজারী হাইওয়ে থানার এসআই মো. ফারুক বলেন, আহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।